ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদ্রোহী-দু’পক্ষই মানবতা বিরোধী অপরাধ করছে

প্রকাশিত : ১০:৫৪, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৫৪, ২ মার্চ ২০১৭

সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদ্রোহী-দু’পক্ষই মানবতা বিরোধী অপরাধ করছে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটির তদন্ত প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এতে বলা হয়, বিমান থেকে ব্যারেল বোমা নিক্ষেপ, রাসায়নিক অস্ত্র ব্যবহার, হাসপাতাল ধ্বংস ও আলেপ্পো থেকে বেসামরিক নাগরিকদের জোর করে বের দেয়ার অপরাধে উভয়পক্ষই জড়িত। এছাড়া গেল সেপ্টেম্বরে মানবাধিকার সংস্থার ত্রাণ বহরে হামলার জন্য আসাদ সরকারের বাহিনীকে দায়ী করা হয়েছে। পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে জাতিসংঘ। এদিকে সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা পুনর্দখলে সরকারিবাহিনীর সাথে আইএসের ব্যাপক সংঘর্ষ চলছে। শহরটির একটি অংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সরকারি বাহিনী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি