চট্টগ্রামে ক্রিকেটারদের ভাস্কর্য, রয়েল বেঙ্গল টাইগার, ফোয়ারাসহ নানা স্থাপনা অযত্নে-অবহেলায়
প্রকাশিত : ১০:৫৮, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৫৮, ২ মার্চ ২০১৭
টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সময় বন্দরনগরী চট্টগ্রামে নির্মিত ক্রিকেটারদের ভাস্কর্য, রয়েল বেঙ্গল টাইগার, ফোয়ারাসহ নানা স্থাপনা পড়ে আছে অযতœ-অবহেলায়। সংস্কারের অভাবে বিবর্ণ দশা। এগুলো রক্ষণাবেক্ষনের দাবি জানিয়েছেন, ক্রীড়াবিদ ও স্থানীয়রা।
তামিমের শহর চট্টগ্রামের পোর্ট কানেক্টিং মোড়ে ক্রিকেটারদের ভাস্কর্য দেখে বোঝা যাচ্ছে না, কে মাশরাফি, কে মুশফিক আর কে সাকিব! ধুলা-বালিতে ঢেকে গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের লাল সবুজ জার্সির রঙও। বোলারের হাত ভাঙা, ব্যাটসম্যানের হাতের ব্যাটও ভাঙা। ন্যাকড়া আর রশি ঝুলছে, ব্যানার ফেস্টুনে ঢাকা পড়েছে ভাস্কর্য।
২০১৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সময় বেশ কয়েকটি ম্যাচ হয়েছিল বন্দরনগরীতে। তখণকার বর্ণিল সাজের সেই এখণ বিবর্ণ দশা। শুধু পোর্ট কানেক্টিং মোড়ে নয়, বিমানবন্দর, টাইগারপাস মোড়, লালখান বাজার মোড়, ওয়াসা মোড়, জিইসি এলাকায় ওই সময়ে নির্মিত রয়েল বেঙ্গল টাইগার, মনোরম স্থাপনা ও ফোয়ারা এখন অকেজো। আর এসব রক্ষনাবেক্ষনের দাবি জানিয়েছেন ক্রীড়াবিদরা।
ক্রীড়াবিদদের দাবির প্রতি একমত পোষণ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বলেছেন, এই নিয়ে কিছু জটিলতা আছে।
এসব স্থাপনা রক্ষণাবেক্ষণ করলে নগরীর সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি ক্রিকেটারদের বীরত্বের কথা মনে করিয়ে দেবে নগরবাসী ও পর্যটকদের, এমনটাই আশা স্থানীয়দের।
আরও পড়ুন