ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সব উদ্বেগ বিবেচনায় নিয়েই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে চলছে- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮:১৪, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৯, ১১ মার্চ ২০১৬

পরিবেশবাদীদের সব উদ্বেগ বিবেচনায় নিয়েই রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি  প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে পরিবেশ বান্ধব নগরায়নের গুরুত্বও তুলে ধরেন তিনি। green summitবাড়তি কার্বন নির্গমনে একদিকে যেমন বাড়ছে জলবায়ু পরিবর্তনের ঝুকি অন্যদিকে অর্থনৈতিক অগ্রগতিতে প্রতিদিনই বাড়ছে জ্বালানির চাহিদা। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানির বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি দিন ব্যাপি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও পন্যের গ্রীন সামিটের উদ্বোধন করা হয়।  যেখানে পরিবেশ বান্ধব নানা প্রযুক্তি,পন্য ও সেবা নিয়ে জড়ো হয়েছে দেশি বিদেশী অনেক প্রতিষ্ঠান। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর মতে এমন সব প্রযুক্তির পাশাপাশি গোটা নগরায়ন প্রক্রিয়াও পরিবেশ বান্ধব হতে হবে। তবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের আগের অবস্থানেই অনড় থাকার পক্ষে যুক্তি তলে ধরেন তিনি। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার ও মহাপরিকল্পনা প্রনয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি