ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বিওএ’র জাতীয় কোর্স পরিচালক সামসুল ইসলাম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ৬ মে ২০২০

বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) জাতীয় কোর্স পরিচালক এবং সাবেক কোষাধ্যক্ষ এএইচএম সামসুল ইসলাম মন্ডল আর নেই। 

মঙ্গলবার (৫ মে) ভোরে কুড়িগ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১৯৯৬ সাল থেকে এ বিওএ’র জাতীয় কোর্স পরিচালক (এনসিডি) ছিলেন।

এএইচএম সামসুল ইসলাম মন্ডল তার কর্মজীবনে দীর্ঘদিন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ হিসেবেও নিয়োজিত ছিলেন। তিনি মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব, ইরাকে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব এবং সর্বশেষ ব্যুরো অফ ম্যান পাওয়ার বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি,জি ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিওএ’র সব সদস্য, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে এএইচএম সামসুল ইসলাম মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি