ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

আরো পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া

প্রকাশিত : ১৮:৪১, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪১, ১১ মার্চ ২০১৬

n koriaসামরিক শক্তি বাড়ানোর অংশ হিসেবে দেশটির সেনাবাহিনীকে আরো পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালানোর আদেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এমটি জানানো হয়। এসময় প্রেসিডেন্টের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করে। ছবিতে দেখা যায়, স্বল্প মাত্রার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন উপলক্ষে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন উন। ঠিক কবে এ ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা জানানো হয়নি। তবে দাক্ষিণ কোরিয়ার দাবি, বৃহস্পতিবার দেশটির উত্তর হুয়াঙ্গি থেকে ছোড়া হয়েছে ক্ষেপনাস্ত্রগুলো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি