ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতের ভেলোর থেকে ফিরছেন ৪৭ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৭ মে ২০২০ | আপডেট: ২০:০৬, ৭ মে ২০২০

করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে ভারতে। অনেক বাংলাদেশি দেশটির ভেলোরে চিকিৎসা নিতে গিয়ে আটকে যায়। এমন আটকে পড়া ৪৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রায় দুই হাজার দুইশ কিলোমিটার পাড়ি দিয়ে ভারত থেকে সড়ক পথে দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভেলোর থেকে বেনাপোলোর উদ্দেশ্যে রওনা দেবেন। তাদের বেনাপোল পৌঁছতে দুদিন লাগবে। 

সংশ্লিষ্টরা জানান, দুটি বাসে তারা দেশে ফিরছেন। প্রতিটি গাড়িতে দুইজন করে চালক থাকবেন। গাড়ি বিরতিহীন চলবে। ইতোমধ্যে ভারতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে দেশটির সরকার থেকে রুট পারমিট নিতে হয়েছে।

ভারতে আটকে পড়া এসব বাংলাদেশিরা ভেলোরে চিকিৎসা নিতে যাওয়া ও রোগীর সহযোগী হিসেবে ছিলেন। ভেলোরে ছয় মাস ধরে আড়াই বছরের ছেলেকে নিয়ে চিকিৎসা নেওয়া এক নারী বলেন, ‘চিকিৎসা শেষ হওয়ার পর আমরা প্রায় দেড় মাস আটকা পড়ে আছি। বাচ্চা নিয়ে ছোট্ট রুমে আমরা তিনজন বন্দি। কিন্তু সব টাকা শেষ হয়ে যাওয়ায় বিমানে ফেরা সম্ভব হয়নি। এখন বাসে ফিরব।’

১১৮ বছরের পুরাতন ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের (সিএমসি) চিকিৎসার মান অত্যন্ত ভালো ও খরচ কম হওয়ায় বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকা থেকে চিকিৎসার জন্য নিয়মিত রোগী যান। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি