ডিএমপি’র সকল থানার ফটকে জীবাণুনাশক টানেল
প্রকাশিত : ২০:৩৫, ৭ মে ২০২০
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর প্রতিটি থানার ফটকে জীবাণুনাশ টানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিএমপির (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদুর রহমান বলেন, ‘ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের নির্দেশে পুলিশ সদস্য ও থানায় আসা সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার রাতে কর্মরত পুলিশ সদস্য ও থানায় আসা সেবা গ্রহীতাদের করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য গেটে জীবাণুনাশক টানেল স্থাপনের নির্দেশ দেন কমিশনার।’ এখন পর্যন্ত রাজধানীর কাফরুল, গুলশানসহ কয়েকটি থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হলেও বাকি থানাগুলোয় পর্যায়ক্রমে টানেল স্থাপন করা হবে বলেও জানান তিনি।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক টানেল স্থাপনের ফলে থানায় কর্মরত পুলিশ সদস্যরা স্বস্তির সঙ্গে কাজ করতে পারছেন। সারা দেশের করোনা সংক্রমিত রোগীর প্রায় ১০ শতাংশই বাংলাদেশ পুলিশের সদস্য ও কর্মকর্তা।
এমএস/এসি
আরও পড়ুন