ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের খেলাধূলায় উৎসাহ দিতে সকলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ১৯:৩১, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩১, ২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের খেলাধূলায় উৎসাহ দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহাŸন জানান। খেলাধুলার মধ্য দিয়েই আজকের শিশুরা দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ পুরস্কার বিতরীণ অনুষ্ঠানের শুরুতেই মনোমুগ্ধকর ডিসপ্লে অভিভূত করে দর্শকদের। ফুটিয়ে তোলা হয় বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত আন্দোলন সংগ্রামের ইতিহাস। পরে মেয়েদের ক্যাটাগরিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। সমাপনীতে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, প্রত্যেক পাড়া, মহল্লায়, স্কুলে স্কুলে খেলাধূলার চর্চা শুরু করতে হবে। খেলাধুরার মধ্য দিয়েই মানসিক ও শারীরিক বিকাশ সম্ভব বলে জানান উল্লেখ করেন শেখ হাসিনা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে অংশ নেয় ৬৪ হাজার ১৯৬টি বিদ্যালয় ও বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয় ৬৪ হাজার ২৬০টি বিদ্যালয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি