সবচেয়ে প্রাচীন প্রাণের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
প্রকাশিত : ১৯:৩৫, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ২ মার্চ ২০১৭
এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া সবচেয়ে প্রাচীন প্রাণের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যা প্রায় ৪শ’ ২৮ কোটি বছরের পুরনো। কানাডায় পাথরে এর সন্ধান মেলে। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী সৃষ্টি হওয়া পর পরই অণুজীবটির উদ্ভব হয়েছিল। এই আবিষ্কার প্রাণের উৎপত্তির ইতিহাসে নতুন অধ্যায়ের উন্মোচন করবে বলে মনে করছেন তারা। নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।
কানাডার কুইবেকে পাথরের মাঝে লুকিয়ে ছিলো ছোট এই ফিলামেন্ট, নলাকার বস্তু, যা এখন পর্যন্ত পাওয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণের জীবাশ্মা। বিজ্ঞানী ড. ডোমিনিক পাপিনিউই এর সন্ধান পান।
ধারণা করা হচ্ছে, সৃস্টির খুব অল্প সময় পরই অণুজীবটির উদ্ভব হয়েছিল। সাগর তলে প্রাচীন আগ্নেয়গিরি বা পাললিক শিলার মাঝে জন্ম হয় ওই অনুজীবের।
অণুজীবের আকার মানুষের চুলের প্রস্থের দশ ভাগের এক ভাগ। ফসিলের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে হেমাটাইট নামে আয়রন অক্সাইড পাওয়া গেছে, যা প্রমাণ করে রক্তের উপাদানের উপস্থিতি।
এই আবিষ্কারের মধ্য দিয়ে মানুষের উৎপত্তি সম্পর্কে জানার নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, পৃথিবীর বাইরে বিশেষ করে মঙ্গল গ্রহে প্রাণের অনুসন্ধানেও নতুন যাত্রা শুরু সম্ভব হবে বলেও মনে করছেন কেউ কেউ।
এরআগে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে পাথরখণ্ডে পাওয়া জীবাশ্মা প্রায় ৩শ’৪৮ কোটি বছরের পুরনো ছিল।
্হনংঢ়;
আরও পড়ুন