ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর বাজারে বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল

প্রকাশিত : ১৪:৪৮, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৪৮, ৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর বাজারে স্থিতিশীল রয়েছে বেশিরভাগ পণ্যের দাম। তবে, শীতকালীন সবজি কমে যাওয়ায়, দাম বেড়েছে। এছাড়া, মাছ, তেল, চিনি, ডালের দাম রয়েছে আগের মতোই। হেরফের নেই মাংসের দামে। বসন্ত শেষ না হতেই বাজারে এসেছে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজি। মিষ্টিকুমড়া, চালকুমড়া, শসা, গ্রীষ্মকালীন টমেটো, পটল, করলা, চিচিংগা ও ঢেড়স মিলছে বাজারে। তবে, ক্রেতাদের অভিযোগ, দাম বেশি। আর বিক্রেতারা বলছেন, কিছুদিনের মধ্যেই কমবে দাম। তেল, চিনি আগের দামে বিক্রি হলেও দাম কমেছে ডালের। মুসুর ডাল কেজিতে ১০ টাকা কমেছে। আর পেঁয়াজ, রসুন, আদা বিক্রি হচ্ছে আগের দামেই। চাষের কই ১৭০ টাকা কেজি, তেলাপিয়া ১৫০ টাকা, ছোট চিংড়ি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫০০ টাকা আর খাসীর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি