ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আগামীকাল মহিলা আওয়ামী লীগের ৫ম জাতীয় সম্মেলন

প্রকাশিত : ১৯:৪২, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৪২, ৩ মার্চ ২০১৭

মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার। এ’ উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আওয়ামী লীগের নারী নেতাকর্মীদের মাঝে। দলের জন্য ত্যাগী, শিক্ষিত ও আধুনিক জ্ঞানসম্পন্ন নেতৃত্বই আসবে এবারের সম্মেলনে, এমন প্রত্যাশা করছেন তারা। এর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন আরো এগিয়ে যাবে বলে বিশ্বাস আওয়ামী লীগ নেতাদের। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে গঠিত হয় মহিলা আওয়ামী লীগ। ৪ মার্চ শনিবার হতে যাচ্ছে এই সংগঠনের পঞ্চম জাতীয় সম্মেলন। এর মধ্য দিয়ে সংগঠনের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে নতুন নেতৃত্ব আসবে দীর্ঘদিন পর। সম্মেলন ঘিরে তাই দলীয় কার্যালয়ও সরগরম আওয়ামী লীগের নারী নেতাকর্মীদের উপস্থিতিতে। শিক্ষিত, তরুণ ও ত্যাগীদের দিয়ে নতুন নেতৃত্ব গঠন করা হবে বলে প্রত্যাশা করছেন নেতা-কর্মীরা। এদিকে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, আওয়ামী লীগ সব সময় নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। এই সম্মেলনের মধ্য দিয়ে নারীর অগ্রযাত্রা আরো বেগবান হবে। এ’সময় সারাদেশে আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনকে শৃংখলার মধ্যে থেকে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি