ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীর রাঙ্গাবালীর ২ লাখ মানুষের দাবি ১জন এমবিবিএস ডাক্তার

প্রকাশিত : ১৪:৪২, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৪২, ৩ মার্চ ২০১৭

বিশেষজ্ঞ চিকিৎসক নয়, পটুয়াখালীর সাগরপাড়ের দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর দুই লাখ মানুষের দাবি শুধুমাত্র একজন এমবিবিএস ডাক্তার। উপজেলার পাঁচ ইউনিয়নের মানুষ এখনও বঞ্চিত চিকিৎসাসেবা থেকে । দূর্গম যোগাযোগ ব্যবস্থা হওয়ার কারণে অকালেই প্রান হারান অনেক রোগী। চরের মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ১৯৯১ সালে রাঙ্গাবালী, ছোটবাইশদিয়া ও চরমোন্তাজে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মান করে সরকার। বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নে একজন করে এমবিবিএস ডাক্তার নিয়োগ দিলেও তারা কর্মস্থলে যোগ দেননি। তাই গুরুতর অসুস্থ্য রোগীরা বাধ্য হয়েই সেবা নিচ্ছেন গ্রাম্য ডাক্তারের। এছাড়া ন্যুনতম সেবা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেক গর্ভবতী মা। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা থাকলেও পাওয়া যায়না কাউকেই। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটি নির্মান করা হলে ডাক্তার সংকটের সমাধান হবে বলে জানালেন সিভিল সার্জন। ২০১২ সালে রাঙ্গাবালীকে উপজেলা করা হলেও এখানে গড়ে ওঠেনি কোনো স্বাস্থ্যকেন্দ্র। শিগরিরি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি এ অঞ্চলের মানুষের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি