ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রুশ বাহিনীর সহায়তায় আইএস জঙ্গীদের হটিয়ে সিরিয়ার পালমিরা শহর পুনর্দখল

প্রকাশিত : ১৩:৫৬, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৫৬, ৩ মার্চ ২০১৭

রুশ বাহিনীর সহায়তায় আইএস জঙ্গীদের হটিয়ে সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহর পুনর্দখল করেছে দেশটির সরকারী বাহিনী। আইএস বিতাড়নের পর সৈন্যরা শহরের অভ্যন্তরে প্রবেশ করে। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, উভয়পক্ষের মধ্যে বেশ সংঘর্ষ হয়েছে। শহর ছাড়ার আগে আইএস সদস্যরা বিভিন্ন এলাকায় মাইন পুঁতে রাখে। ২০১৫ সালের মে মাসে প্রথম পালমিরা দখলে নেয় আইএস। তারা সেখানকার বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত মন্দিরসহ অনেক স্থাপনা ধ্বংস করে। গেলো বছরের মার্চে পালমিরা থেকে আইএস যোদ্ধাদের হটিয়ে দেয়া হলেও ডিসেম্বরে ফের দখল করে তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি