ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দেশকে উন্নত করতে হলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন বেশি প্রয়োজন- ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ

প্রকাশিত : ১৮:৫১, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫১, ১১ মার্চ ২০১৬

rajbari minদেশকে উন্নত করতে হলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। দুপুরে রাজবাড়ীর কালুখালীতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেসময় মন্ত্রী আরও বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে; আর তা অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ের আগেই দেশে মধ্যম ও উন্নত দেশে রূপান্তরিত হবে। শিগগিরই রাজবাড়ী জেলার বিদ্যুৎ ও রাস্তাঘাট সমস্যারও সমাধান হবে বলে জানান মোশারফ হোসেন। পরে জাতির জনকের নবনির্মিত প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি