ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্মঘট অহেতুক ও অযৌক্তিকঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫:০২, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০২, ৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বাসচালকের সাজার রায়ে সংক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের ধর্মঘট অহেতুক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, রায়ে সন্তুুষ্ট না হলে শ্রমিকদের উচ্চ আদালতে যাবার সুযোগ ছিল। অবরোধ-ধর্মঘট করে জানমালের যে ক্ষতি হয়েছে তা যেন ভবিষ্যতে না করা হয় এ’সময় সে হুশিয়ারিও দেন তিনি। আইনশৃংঙ্খলা বজায় রাখতে পুলিশের দায়িত্ব যথাযথ ছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। এদিকে, ঢাকা থেকে কাশিমপুরে নেয়ার পথে আসামীবাহী প্রিজন ভ্যান উল্টে যাওয়ার ঘটনা পরিকল্পিত কীনা; খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি