সিএমএইচে অধ্যাপক আনিসুজ্জামান
প্রকাশিত : ১০:০৩, ১০ মে ২০২০
বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে শনিবার দুপুর ২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ প্রসঙ্গে আনিসুজ্জামানের পুত্র আনন্দ জামান বলেন, ‘আব্বার শারীরিক অবস্থা সংকটাপন্ন না হলেও তেমন কোনো উন্নতিও হয়নি। শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সিএমএইচে নেওয়া হয়েছে। এখানে তিনি ডাক্তারদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই কথা বলেছেন। কিন্তু তিনি বেশ কষ্ট পাচ্ছেন এবং তার স্মৃতিভ্রমও হচ্ছে।’
তিনি বলেন, ‘আব্বার অবস্থা স্থিতিশীল হলেও বয়স ও অসুস্থতার কারণে তাকে নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। তার শারীরিক অবস্থার উন্নতিতে সবার কাছে দোয়া চাইছি।’
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল হৃদরোগের পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ডিজিজ এবং প্রোস্টেট ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে করোনারি কেয়ার ইউনিটে তিনি চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়ে ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা নিয়েছিলেন। এর আগে দেশের বাইরে গিয়েও কয়েকবার চিকিৎসা নিয়েছিলেন তিনি।
এসএ/
আরও পড়ুন