ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ছয় দফা দিবস উদযাপনে অনলাইন প্রস্তুতি সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১০ মে ২০২০ | আপডেট: ১৪:৩৬, ১০ মে ২০২০

অনলাইন অ্যাপস ‘জুম’র মাধ্যমে সদস্য সভায় অংশগ্রহণ করেন

অনলাইন অ্যাপস ‘জুম’র মাধ্যমে সদস্য সভায় অংশগ্রহণ করেন

ডিজিটাল পদ্ধতিতে ছয় দফা দিবস উদযাপন প্রস্তুতিতে অনলাইন সভা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। আগামী ৭ জুন ছয় দফা দিবস উদযাপনের প্রস্তুতি বিষয়ক সভা কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা অনলাইন অ্যাপস ‘জুম’র মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান গণমাধ্যম কর্মকর্তা নাসরীন জাহান লিপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার শুরু হয়। নাসের চৌধুরী সভায় জানান, করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে জনসমাগম এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশে ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান রেডিও-টেলিভিশন-অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছিল। একই ভাবে আগামী ৭ জুন ছয় দফা দিবস উদযাপনের প্রস্তাব দেন তিনি। এরপর সদস্যরা জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ছয় দফা দিবস উদযাপনের বিষয়ে মতামত প্রদান করেন। সভার ও কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম জানান, পরবর্তী সভায় সদস্যদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী  কে এম খালিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামন নূর, প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো, কামাল হোসেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চিত্রশিল্পী হাশেম খান, বাংলা একাডেমিক সাবেক মহাপরিচাল শামসুজ্জামান খান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কবি তারিক সুজাত এবং বাস্তবায়ন কমিটির উর্ধ্বতন কর্মকর্তবৃন্দ। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি