ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঢাকা ছাড়লেন বৃটিশ ও কানাডার ৫০২ নাগরিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৭, ১১ মে ২০২০ | আপডেট: ০০:৪০, ১১ মে ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দুটি পৃথক বিশেষ ফ্লাইটে রোববার ঢাকা ছেড়েছে বৃটিশ ও কানাডার ৫০২ জন নাগরিক। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৫৪ জন বৃটিশ এবং কাতার এয়ারওয়েজে ৩৪৮ জন কানাডিয়ান নাগরিক ঢাকা ছাড়েন। 

ঢাকায় নিযুক্ত বৃটিশ ও কানাডিয়ান হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সংশ্লিষ্টরা জানান, রোববার দুপুর দেড়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ১৫৪ বৃটিশ নিয়ে নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এরপর বিকাল সাড়ে চারটায় ৩৪৮ কানাডিয়ান নাগরিক নিয়ে কানাডার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট। 

এর আগে আরও দুই দফায় ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরে গেছে কয়েকশ বৃটিশ ও কানাডিয়ান নাগরিক। 

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মাদ সোহেল কামরুজ্জামান বলেন, ‘ঢাকা থেকে আজ (রোববার) ৫০২ বিদেশি নাগরিক নিজ নিজ দেশে ফিরে গেছেন। বাংলাদেশ বিমানসহ পৃথক দুটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।’

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি