ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পূর্বাচল ক্লাবের ৫০ লাখ টাকা অনুদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ১১ মে ২০২০

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে রাজধানীর পূর্বাচল ক্লাব লিমিটেড।

পূর্বাচল ক্লাবের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পক্ষে চেক হস্তান্তর করেন- ক্লাবের সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা এবং ক্লাবের সদস্য- অর্থ মাজাহারুল হক শহীদ।

রোববার (১০ মে) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। এ দিন করোনা পরিস্থিতিতে সহায়তার জন্য অনুদান দেয় পূর্বাচল ক্লাবসহ ৫৭টি প্রতিষ্ঠান।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি