ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আবারও বাড়ছে সাধারণ ছুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১২ মে ২০২০ | আপডেট: ১৫:২৬, ১২ মে ২০২০

করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে আবারও বাড়ছে সাধারণ ছুটি। এমন আভাস দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গণমাধ্যমকে তিনি জানান, সাধারণ ছুটি সংক্রান্ত সব কিছু প্রস্তুত করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই তা চূড়ান্ত করা হবে। কারণ বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। 

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

তিনি আরও জানান, এই সিদ্ধান্তের সঙ্গে প্রধানমন্ত্রী আরও কিছু নির্দেশনা দিতে পারেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘বিভিন্ন কারণে সরকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মার্কেট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছিল। কিন্তু সাধারণ মানুষ এই অনুমতির কোনও শর্তই মানছে না। অনেকেই সন্তানদের নিয়ে কেনাকাটার জন্য মার্কেটে যাচ্ছেন। এতে কারোনা মহামারি আকার ধারণ করার সুযোগ তৈরি হচ্ছে। এ ছাড়াও স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় খুলে দেওয়া মার্কেট শপিং মল আবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ‘১৭ মে থেকে ঈদের আগে কর্মদিবস রয়েছে মাত্র চারটি। বাকি দিনগুলোয় রয়েছে শবে কদর ও সাপ্তাহিক ছুটি। আমার ধারণা মানুষ যখন এতোদিন সাধারণ ছুটির বিড়ম্বনা সহ্য করেছেন, ঈদের আগে বাকি এই কয়টা দিনের বিড়ম্বনাও হয়তো সইবেন। তাই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।’

উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে ৫ থেকে ৯ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ৫ মে  এবং সর্বশেষ ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি