ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে থানা হাজতে এক আসামীর অস্বাভাবিক মৃত্যু, চট্টগ্রামে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রকাশিত : ১৯:০৫, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০৫, ১১ মার্চ ২০১৬

d compileঝিনাইদহ শৈলকুপা থানা হাজতে এক আসামীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক গৃহকর্মীর। ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি জানায়, মাদক মামলার আসামী কাজল মন্ডলকে বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে হাজতের বাথরুমে ঢুকে লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। এদিকে ভোরে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় ভবন থেকে পড়ে বুলবুলি নামের গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সুবিমল দাশ ও পান্না ধর দম্পতির বাড়ীতে কাজ করত মেয়েটি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি