ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তা বদলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৪ মে ২০২০ | আপডেট: ১৭:১৯, ১৪ মে ২০২০

বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাসহ পুলিশ সুপার পদমর্যাদার আরও ৪ জন কর্মকর্তাকে বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বদলীর আদেশ আসে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম কে সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) হিসেবে বদলী করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান পিপিএম কে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) পদে ও পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) কে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।

এছাড়াও ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম কে মেহেরপুর জেলার পুলিশ সুপার ও মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি