ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা পজিটিভ ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৯, ১৫ মে ২০২০ | আপডেট: ০০:২৩, ১৫ মে ২০২০

Ekushey Television Ltd.

সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের করোনাভাইরাস পজেটিভ ছিল। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকালে তার মৃত্যুর পর নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন তার ছেলে আনন্দ জামান।

আনন্দ বলেন,  ‘মৃত্যুর পর নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা। পরীক্ষার পর রাত সাড়ে ৯টায় জানানো হয় বাবার করোনা পজিটিভ হয়েছে। তাকে স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হবে।’

বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিকাল ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদও শোক জানিয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি