শুরু হলো মধুমাস
প্রকাশিত : ০১:০৮, ১৫ মে ২০২০ | আপডেট: ০১:২৮, ১৫ মে ২০২০
ছাতিফাঁটা রোদ আর প্রচণ্ড তাপদাহে জানান দিচ্ছে প্রকৃতিতে মধু মাসের আগমন। দেশীয় রসালো ফলের মন মাতানো সৌরভে শুরু হলো জৈষ্ঠ্য। আজ শুক্রবার জৈষ্ঠ্যর প্রথম দিন। দেশের প্রতিটি জায়গায় হরেক রকম ফলের মৌ মৌ গন্ধে ভরে উঠছে মন প্রাণ। চারিদিকে গ্রীষ্মের তাপদাহে যেমন সবাই অতিষ্ঠ তেমনি ফলের আগমনে সবাই মহা খুশি।
বাঙালির রসনা তৃপ্তির মাস জৈষ্ঠ্য। মধুমাসে বাংলাদেশে নানা প্রজাতির ফল পাওয়া যায়। যেন ঘরে ঘরে ফল উৎসব। একে অন্যের বাড়িতেও ফল উপহার হিসেবে পাঠায়। ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু, আনারস, করমচা, আতা, তরমুজ, ফুটি, বাঙ্গী, বেল, কাঁচা তাল, লটকনসহ হরেক রকমের ফল পাওয়া যায়।
ব্যবসায়ীরা এসব ফল নিয়ে বাজারে বসে থাকে। ক্রেতারা ইচ্ছে মতো দরদাম করে রসালো এসব ফল নিয়ে বাড়ি যায়। অনেকে নিজের গাছের ফল দিয়ে অতিথি আপ্যায়ন করে থাকে। গরমের তাপ যত বাড়ে পাকা কাঁঠালের গন্ধে ভরে উঠে গ্রামের উঠুনগুলো। সবাই একসঙ্গে বসে ফল খাওয়া এখনো গ্রাম বাংলার মানুষের চিরায়ত অভ্যাস।
এখনকার সময়ে শহরের প্রতিটি বাজার ও অলি-গলিতে ফল পাওয়া যায়। ভ্যানে করে দেশীয় নানা জাতের আম বিক্রি করতে দেখা যায়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ট্রাকে মধুমাসের ফল আসে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে। দামও অনেকটাই সাধ্যের মধ্যে। লিচুর যেন পসরা সাজিয়ে বসে থাকে ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। গ্রামীণ হাট বাজারেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রসালো ফল নিয়ে বসে থাকে দোকানিরা। জৈষ্ঠ্য মাসে পুরো দেশটাই যেন ফলের গন্ধে মৌ মৌ করতে থাকে।
এসি
আরও পড়ুন