ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ফেনীতে ক্লিনিকে জমজ সন্তান জন্মের পর এক নবজাতক শিশু চুরির অভিযোগ

প্রকাশিত : ১৯:১৪, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১৪, ১১ মার্চ ২০১৬

child kidnafফেনী শহরে মেরী স্টোপস ক্লিনিকে জমজ সন্তান জন্মের পর এক নবজাতক কন্যা শিশু চুরির অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মেরী স্টোপস ক্লিনিকে বিজয় সিংহ এলাকার জহিরুল ইসলাম জুয়েলের স্ত্রী তাসলিমা আক্তার দুটি জমজ সন্তানের জন্ম দেন। ক্লিনিক কর্তৃপক্ষ স্বজনদের নবজাতক ছেলে শিশুটি বুঝিয়ে দিলেও অপর মেয়ে শিশুটি সন্ধান দিতে পারেনি। স্বজনদের দাবি আল্টাসনোগ্রাফী রিপোর্টে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল । অভিযোগ অস্বীকার আল্টাসনোগ্রাফীর রিপোর্ট ভুল ছিলো জানান ক্লিনিক কর্তৃপক্ষ। খবর পেয়ে হাসপাতালটিতে তল্লাশী চালিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি