ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফুঁসে উঠছে সাগর, আসছে আম্ফান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ১৬ মে ২০২০

আগামী সপ্তাহে বঙ্গোপসাগর দিয়ে ‘আম্ফান’ নামে একটি ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব বাংলাদেশ ও ভারতের উপরে পড়বে। ঘূর্ণিঝড়ে দুই দেশেই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘আম্ফান’ নামে ওই ঘূর্ণিঝড়টি উত্তর ভারত মহাসাগরের উপরে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২০ সালে প্রথম ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া কোনো ঘূর্ণিঝড় হতে পারে এটি।

মূলত এপ্রিলের শেষ থেকে সাগরে বাসা বাঁধার চেষ্টা চালাচ্ছিল ঘূর্ণিঝড় ‘আম্ফান’। অবশেষে শক্তি বেড়ে ‘আস্ফান’ এখন সাগরে ফুঁসছে। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় আম্ফান হানা দিতে পারে। ঘূর্ণিঝড়টি সাধারণত ভারতের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হবে এবং মিডওয়াইক দ্বারা উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের অঞ্চলগুলোতে অনুভূত হবে।

সিএনএন আবহাওয়াবিদ জেনিফার গ্রে বলেছেন, ঘূর্ণিঝড় আম্ফানের শক্তি বাড়ছে। এটি আগামী সপ্তাহে ভারত বা বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়ার আগে একটি শক্তিশালী ঝড় হতে পারে। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি