
সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছে। বিশমাইল এলাকায় আহত হয়েছে ৪ পুলিশ সদস্য।
পুলিশ জানায়, দুপুরে আবদুল্লাপুরগামী খেয়া পরিবহনের একটি মিনিবাস জাতীয় স্মৃতিসৌধ এলাকায় র্যাব ক্যাম্পের সামনে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে চালক ইশাকান্দা ইউপি সদস্য আবদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর বাসটি আটক করা হলেও পালিয়ে যায় চালক। এদিকে সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন এক অজ্ঞাত নারী। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় ট্রাকের ধাক্কায় আহত হন ৪ পুলিশ সদস্য।