ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারাদেশে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত : ১৯:২২, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:২২, ৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনায় চার ইন্টার্নকে ছয় মাস বরখাস্তের প্রতিবাদে সারাদেশে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। জরুরী বিভাগগুলোতে সেবা প্রদান প্রায় বন্ধ আছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দেশের বিভিন্ন এলাকার সরকারী হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বরাবরের মত থাকলেও, নেই ডাক্তারদের দেখা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারনে জরুরী বিভাগগুলোতে সেবা প্রদান বন্ধ হয়ে গেছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত ডাক্তাররা। একই সাথে যথাযথ চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগে গেলো বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৪ ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত করে স্বাস্থ্যবিভাগ। প্রতিবাদে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করে তারা। বগুড়া, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি হাসপাতালগুলোর স্বাভাবিক স্বাস্থ্য সেবা বিঘিœত হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি