ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সোমালিয়ায় দুর্ভিক্ষে ২দিনে ১১০ জনের মৃত্যু

প্রকাশিত : ১৫:০৫, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০৫, ৫ মার্চ ২০১৭

সোমালিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র খরায় সৃষ্ট দুর্ভিক্ষে গত দুইদিনে ১১০ জনের মৃত্যু হয়েছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ছড়িয়ে পড়ছে ডাইরিয়াসহ নানা রোগ বালাই। এরইমধ্যে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে সোমালিয়ার সরকার। তীব্র খরায় পুড়ছে সোমালিয়া। এ অবস্থায় দেখা দিয়েছে খাদ্য ও নিরাপদ পানির সংকট। ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন রোগবালাই। চারদিন আগেই জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার। জাতিসংঘ জানিয়েছে, পর পর দুই মৌসুম বৃষ্টি না হওয়ায় সোমালিয়ার খরার সৃষ্টি হয়েছে। খরায় আক্রান্ত এলাকাগুলোর পানি একেবারে শুকিয়ে গেছে। সবচেয়ে বেশি সংকটে রয়েছে গ্রাম অঞ্চলের বাসিন্দারা। এরই মধ্যে ক্ষুধা ও ডায়রিয়ায় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়েছে। দুর্ভিক্ষ মোকাবেলায় গঠিত কমিটির সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী হাসান আলি সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। দুর্গতদের সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এর আগে ২০১০ থেকে ২০১২ সালে দুর্ভিক্ষে সোমালিয়ায় দুই লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। আর ১৯৯২ সালের দুর্ভিক্ষে প্রাণ হারায় ২ লাখ ২০ হাজার মানুষ
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি