ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ডিজিটাল বৈষম্য চাইনা

বেলায়েত বাবলু

প্রকাশিত : ১৩:০৯, ২ জুন ২০২০

লেখক- বেলায়েত বাবলু

লেখক- বেলায়েত বাবলু

করোনার প্রাদূর্ভাব বেড়ে যাওয়ার পরেও সীমিত পরিসরে অথবা আকারের কথা বলে সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। গণপরিবহন চলাচল শুরু হয়েছে। চলছে অফিস আদালত। করোনা রোগী শনাক্তের পরেও লকডাউনের বিষয়টি যেন বন্ধ হয়ে গেছে। তাই করোনা পজেটিভ হয়েও মানুষ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে। কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ ছুটছে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। যে কারণে প্রতিদিনকার স্বাস্থ্য বার্তায় আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ার খবরই পাচ্ছি। 

কিন্তু এ বার্তা কাউকে ঘর বন্দি করতে পারছেনা। কাজের লোকগুলো যেমন জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন, আবার অকর্মা মানুষগুলোও কারণ ছাড়াই বাইরে বের হচ্ছেন। 

এদিকে ৩১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকলেও অফিস কক্ষ খোলা হবে বলে শুনেছি। জেনেছি বাসায় বসে শিশুদের পরীক্ষা নেয়ার পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে এতোদিন অনলাইনে যে ক্লাস নেয়া হয়েছে তার উপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ণ করা হবে। এ নিয়েই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। কারণ অনলাইনে যে ক্লাস হয়েছে, তাতে কতো ভাগ শিশু অংশ নিতে পেরেছে? 

আমাদের দেশ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে গেলেও এখন পর্যন্ত সব ঘরে অনলাইন সুবিধা পৌঁছায়নি, এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। যে সকল শিশু অনলাইন ক্লাস করেছে, তারা হয়তো এগিয়ে গেলো। কিন্তু যে সকল শিশু এ সুবিধা পায়নি তাদের কি হবে? তারা কিভাবে এ পদ্ধতির প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিবে? আবার অনলাইনের সুবিধাভোগী সকল শিশুরাই যে অনলাইনের ক্লাসে অংশ নিয়েছে তা আমরা শতভাগ নিশ্চিত করে বলি কিভাবে। আবার অনলাইনের ক্লাস থেকে কতোজন শিশু পাঠ গ্রহণ করতে পেরেছে, সেটাও আমাদের ভেবে দেখতে হবে। 

শিশুরা যাতে ঝরে না পড়ে অথবা পিছিয়ে না পড়ে, সেক্ষেত্রে সরকার নানা উদ্যোগ নিতেই পারেন। কিন্তু সকল উদ্যোগের ক্ষেত্রেই সমষ্টিগত চিন্তা করতে হবে। ডিজিটাল পদ্ধতির সুফল আমরা অবশ্যই যেমন সকলে ভোগ করতে চাই, তেমনি এর ব্যবহার পদ্ধতি যেন সমাজে বৈষম্যের সৃষ্টি না করে সেদিকেও আমাদের নজর দিতে হবে। শিশুরা কোমলমতি। এরা যাতে তাদের পাঠ গ্রহণের শুরুতেই কোন ধরণের বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে আমাদেরই।

লেখক- সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল সাংবাদিক ইউনিয়ন।

এনএস/


** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি