ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মুখোশের আড়ালেও মুখোশ!

মানিক মুনতাসির

প্রকাশিত : ১৬:০৬, ২৮ মার্চ ২০২১

আমিও একজন আদর্শ সৈনিক। কিসের সৈনিক! বঙ্গবন্ধু, জিয়া, মওদূদী, আল্লামা শফির সৈনিক। কেউ কেউ আবার ভাসানী, মোজাফফর, লেলিন, চে গুয়েভেরার আদর্শও লালন করি বাহ্যিকভাবে। অথচ পশ্চাতে কেনদিনও স্মরণীয় এই ব্যক্তিদের জীবনী ঘেটে দেখিনি। যাকে আদর্শ মানি তার বাবার নামটি পর্যন্ত জানি কতজন? তা বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন। 

সস্তা জনপ্রিয়তা পেতে অমুকের সৈনিক, তমুকের সৈনিক শ্লোগান ধরি। কিন্তু একবারও কি ভেবেছি, আমি আসলে কার রক্ত থেকে সৃষ্ট। বাবা আমায় ইহজগত, পরজগতে মুক্তি দেবে এমন আশায় মাথা নুইয়ে সিজদা করতেও পরোয়া করি না। অথচ নিজের বাবাকে রেখেছি বৃদ্ধাশ্রমে।

অফিস ছেড়ে সিভিল প্রশাসনের লোক আজ লাঠি হাতে হরতাল প্রতিরোধ করে রাজপথে। তাহলে আর রাজনীতিবিদদের কাজটা কি? আপনিই যদি সরকারি চাকুরে হয়ে হরতাল দমনে নেমে পড়েন, তাহলে বুঝতে আর বাকি নেই, আপনি হয়তো তেলের দাম কমাচ্ছেন।

সংবাদকর্মী হয়েও ন্যায় অন্যায়কে পাত্তা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে গলা ফাটাচ্ছেন। তখনই বোঝা যায় আপনার মুখোশটা আপনি নিজেই খুলে ফেলেছেন। 

হয়তো আবার ঠুকনো কিংবা বড় যে কোনও অঘটনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীরও আগে আপনি কোনও এক গোষ্ঠীকে দায়ী করে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। তখনই বোঝা যায়, আপনি আসলে কোনও একটা পদ পদবী কিংবা টেন্ডার খুঁজছেন। অথবা কারও নজরে আসার জন্য কারও নিতম্বে তৈল মর্দন করছেন।

নিজেকে হিরো সাজাতে বন্ধুদের কাছে মুখরোচক গল্প ছাড়ছেন। কিন্তু আসলে আপনি জানেনই না যে ঠাকুরমার ঝুলির আবিস্কারকটা কে?

রাষ্ট্র, মুক্তিযুদ্ধসহ জাতীয় বিষয়গুলোতে একমত হতে না পেরে ভিন্ন কোনও মতামত দিচ্ছেন, চতুরতার সাথে নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করছেন। অথচ আপনার বাবা/দাদা ছিলেন কোনও এক শান্তি কমিটির প্রধান। সেটাকে ঢাকতে আজ আপনি নিজেকে মুক্তিযুদ্ধের প্রজন্ম বা প্রজন্ম একাত্তরের বংশধর দাবি করছেন। 

বিদেশে পালিয়ে কিংবা লেজ গুটিয়ে কোনও এক অখ্যাত অনলাইন খুলে নিজেকে প্রচার করছেন, আপনি একজন সাচ্চা দেশপ্রেমিক। অথচ ১০ বছরেও দেশের মাটির গন্ধ আপনার নাসিকায় পৌঁছে না। দেশের বাতাস গায়ে লাগলে আপনার দামী সুগন্ধীর ইজ্জত চলে যায়। ঠিক তখনি মুখে ফেনা তুলছেন আপনি একজন সজ্জন আর নিরহংকারী, সাচ্চা মানবিক মানুষ।

আপনার ফেসবুক মেসেঞ্জারের চ্যাট বক্সের অত্যাচারে ষোড়শীরা লজ্জায়, ঘৃণায় আপনাকে ব্লক দিলেও আপনি পুরুষত্ব দেখিয়ে বুক ফুলিয়ে হাঁটেন। কারণ আপনার পকেট আজ বহুত গরম। বছরান্তে নিজের মা বোনের খবর না নিলেও পাহাড়ে কোনও তরুণীকে টিপ্পনী কাটা হয়েছে এমন খবরে পত্রিকায় বিবৃতি দিচ্ছেন। কারণ আপনি বুদ্ধিজীবী। 

আসলে আপনি একজন পরজীবী। এই বিবৃতির কল্যাণে আপনি কোনও পদ পদবীই খুঁজছেন। নয়তো কোনও প্রকল্পের সমন্বয়ক হওয়ার স্বপ্ন আপনাকে ঘুমাতে দিচ্ছে না।

রাস্তায় নেমে ভারত, চীন কিংবা আমেরিকা বিরোধী শ্লোগান দিচ্ছেন, অথচ আপনার হাতের মাইক্রোফোন এমনকি সফেদ পাঞ্জাবিটাও হয়তো চীন কিংবা ভারতেরই তৈরি। ফলে আপনি আসলে নিজেকেই চেনেন না। 

যাইহোক, নিজেকে চিনুন। আয়নায় চেহারা দেখুন। আপনি নিশ্চিত হবেন, নিজের পূর্ব পুরুষ কোনও বাদর না হলেও ইবলিশ নয়তো কোনও আজব জন্তুই হবে। যা দেখতে হবে মনের চোখ দিয়ে। অনুভব করুন চোখ বুজে। নিশ্চিত হোন, মুখোশের আড়ালেও হয়তো কোনও মুখোশ।

এনএস/


** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি