ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রবাসে সন্দ্বীপবাসীর সবচেয়ে বড় সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ

প্রকাশিত : ২৩:৫১, ৫ এপ্রিল ২০১৮

বাংলাদেশের কোন জাতীয় দিবস পালন করে না এ সংগঠন। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। সংগঠনের সিনিয়র নেতাদের ব্যাখ্যা, "জাতীয় দিবসে দল নিয়ে কথা হয়। ঘুরে ফিরে রাজনীতি আসে। আর তখন রেষারেষি শুরু হয়।"

উত্তর আমেরিকায় অভিবাসীদের যে কয়টি আঞ্চলিক সংগঠন (দাবি আদায়ের জন্য নয়) আছে, তাদের মধ্যে পুরনোদের কাতারে তালিকার শুরুর দিকে নাম "সন্দ্বীপ এসোসিয়েশন অব নর্থ আমেরিকা"র। সে সংগঠনে বিভেদে বিভক্তির পরিণতিতে জন্ম হয় "সন্দ্বীপ সোসাইটি ইউএসএ"র। তারা ভিন্ন উদ্দেশ্যে এই সংগঠন করেছে।  তাদের যুক্তি, বাইরে রাজনীতি করলেও সংগঠনে এর সুযোগ নেই। আর এ সুযোগ বন্ধ করতেই জাতীয় দিবস পালন বন্ধ।

পহেলা এপ্রিল রোরবার সন্দ্বীপ সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হলো ব্রুকলিনে। হলভর্তি মানুষের উপচে পড়া ভীড়ে সেখানে নাচ, গান, নাটক সব ছিলো। দু`দেশের জাতীয় সংগীত বেজেছে। আওয়ামী লীগ ছিলো, বিএনপি ছিলো। সবাই ছিলেন। ছিলেন যারা সবাই সন্দ্বীপের। অন্তত হাজার খানেক মানুষ মিলে ছিলেন সেখানে। মন থেকে।

যারা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করেন, তাদের সংগঠন "সন্দ্বীপ এসোসিয়েশন অব নর্থ আমেরিকা"র অভিষেক কবে?

লেখকঃ সিনিয়র প্রবাসী সাংবাদিক

কেআই/টিকে


** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি