ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপে যেসব দলের জয় চান তসলিমা নাসরিন

প্রকাশিত : ০৯:১৯, ৪ জুন ২০১৯

শুরু হয়েছে বিশ্বকাপ, চারিদিকে বিশ্বকাপের উন্মাদনা। জয় নিয়ে হিসেব কষছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। কে হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। এরইমধ্যে অনেক ক্রীড়ামোদিরা তাদের প্রিয় দলকে সাপোর্ট দিচ্ছেন।

তেমনি বসে নেই ভারতে নির্বাসিত বাংলাদেশের আলোচিত লেখিকা তসিলিমা নাসরিন। তিনিও প্রকাশ করেছেন নিজের অভিব্যাক্তি। বিশ্বকাপে কোন কোন দলের জয় চান তার একটি তালিকা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তালিকা প্রকাশ করেন।

তসলিমা নাসরিন স্ট্যাটাসে লেখেন, ‘যে দল ভালো খেলে সে দল জিতুক, সব সময়ই চাই। কিন্তু কোন দল জিতলে ভালো লাগবে -- তারও তো একটা লিস্ট চাই।

রোববার বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতুক চেয়েছি। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান জিতুক চেয়েছি। আজ শ্রীলংকার বিরুদ্ধে আফগানিস্তান জিতুক চাইবো, পরশু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতে জিতুক চাইবো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ জিতুক চাইবো। ৬ তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ জিতুক চাইবো। সাত তারিখে পাকিস্তান আর শ্রীলংকার মধ্যে যে ভালো খেলে সে জিতুক, আট তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ জিতুক, নয় তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতুক।

বাকিগুলো এরকম, চাইঃ ১১ তারিখে শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ জিতুক, ১২ তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান জিতুক, ১৩ তারিখে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে ভারত জিতুক, ১৪ তারিখে ইংল্যাণ্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইণ্ডিজ জিতুক, ১৫ তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলংকা জিতুক, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফগানিস্তান জিতুক, ১৬ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতুক, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ জিতুক, ১৮ তারিখে জিতুক ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান, ১৯ তারিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতুক দক্ষিণ আফ্রিকা, ২০ তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ জিতুক, ২১ তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতুক শ্রীলংকা, ২২ তারিখে আফগানিস্তানের বিরুদ্ধে জিতুক ভারত, ২৩ তারিখে জিতুক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান, ২৫ তারিখে জিতুক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড, ২৬ তারিখে জিতুক নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান।

২৭ তারিখে জিতুক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত, ২৮ তারিখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলংকা জিতুক, ২৯ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান জিতুক, ৩০ তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতুক, ১ জুলাই তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতুক শ্রীলংকা, ২ তারিখে ভারত আর বাংলাদেশের মধ্যে যে ভালো খেলবে সে জিতুক। ৩ তারিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড জিতুক, ৪ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আফগানিস্তান জিতুক। ৫ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জিতুক। ৬ তারিখে শ্রীলংকার বিরুদ্ধে ভারত জিতুক আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জিতুক।

কিন্তু আমি চাইলেই যে সে দল জিতবে তা তো নয়। বরং আমার লিস্টের ফেভারিটগুলো বেশির ভাগই গোহারা হারবে। কিন্তু কী চাই তা বলতে দোষ কী।’


** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি