ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাড়ি পরার কারণ জানালেন তসলিমা নাসরিন

প্রকাশিত : ০৯:৪০, ২৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

কেন শাড়ি পরেন তার কারণ জানালেন ভারতে বসবাসকারী বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘কাপড়ের আলমারি খুলে হাতের কাছে যা পাই তাই পরি। চোখের আড়ালে অনেক ভালো কিছু পড়ে থাকে, বছর চলে যায়, পরা হয় না। আমার পরার মধ্যে শার্ট প্যান্ট, অথবা শাড়ি। আমি সালোয়ার কামিজ পরি না। নতুন যে কত ডিজাইন এসেছে সালোয়ার কামিজে, কুর্তা পাজামায়, কত রকমারি ফেমিনিন ড্রেস, আমাকে মানায় না এসব, আমি পরি না।’

তিনি লেখেন ‘আলমারি খুললে যা চোখে পড়ে, হাবিজাবি শাড়ি, মলিন টি শার্ট, দিনের পর দিন তাই পরতে থাকি। কাল সন্ধ্যেয় যে শাড়িটি পরলাম, সেটা একটা ভুলে যাওয়া শাড়ি। ফাইন সিল্ক, অসাধারণ আঁচল। এইরকম হীরের টুকরো শাড়িগুলোকে একটু একটু করে পরে ফেলতে হবে। শাড়ি পরাটা আমার কাছে শুধু তারুণ্যের স্মৃতি উদযাপন,বা নিছক শখের ব্যাপার নয়, শাড়ির বিলুপ্তি রোধ করার পক্ষে এ একটি আন্দোলনের মতোও। ’


** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি