ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দেশ মানে এক লোকের পাশে অন্য লোক

ড. সেলিম জাহান

প্রকাশিত : ১০:৪৮, ৯ মে ২০২০ | আপডেট: ০৩:৪০, ১১ মে ২০২০

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান কানাডা ও যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সর্বশেষ নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বিশ্বব্যাংক, আইএলও, ইউএনডিপি এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনে পরামর্শক ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বই- বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি, অর্থনীতি-কড়চা, Freedom for Choice প্রভৃতি।

গান ছেড়ে দিয়ে লিখতে বসেছিলাম। লোপামুদ্রা মিত্রের গান - আমার খুব প্রিয় শিল্পী। লিখতে লিখতে টের পাই, পরিচিতগানগুলো শিল্পী গেয়ে ফেলেছেন - এই যেমন, ‘মালতী বালিকা বিদ্যালয়’ কিংবা ‘সাঁকো’ অথবা ‘দু’বোনের গল্প’। শুনতে থাকি, তিনি পেরিয়ে যাচ্ছেন ‘যে যায়, সে যায়’ কিংবা ‘তর্কে মাতো, তর্কে মাতো’ অথবা ‘এ ঘর যখন ছোট্ট ছিলো’। গানগুলোর কথা, সুর আর শিল্পীর গায়কী আচ্ছন্ন করে রাখে আমাকে।

তারপর লোপামুদ্রা গাইতে শুরু করেন ‘ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ’। নাহ্, এটা শুনি নি আগে - মনে মনে নিজকে বলি আমি। তাই কথাগুলো জানা নয়, তবে সুরটা ভারী ভালো লাগে। কিন্তু অন্তরায় এসে কান খাড়া হয়ে যায় আমার - ‘এই কাঁটাতার, জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়’, দেশ মানে বুক আকাশ জোড়া ইচ্ছে হাযার সূর্যোদয়।’ কিন্তু তারপরেই সারাগায়ে আমার কাঁটা দিয়ে ওঠে যখন লোপামুদ্রা গেয়ে ওঠেন, ‘এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এ দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক’।

আমার চারপাশ যেন বিলুপ্ত হয়ে। আমি চোখের সামনে যেন দেখতে পাই ‘একাত্তরের বাংলাদেশ’। জ্বলছে সারা দেশ শত্রুর দেয়া আগুনে। ছারখার হয়ে যাচ্ছে গ্রাম-জনপদ। মরছে মানুষ শত্রুর হাতে, অনাহারে, বুভুক্ষায়। জ্বলছে দেশ আর তার মানুষ।পুড়ছেমানচিত্র। তবু ঐ তো সারা জায়গায় লোকের পাশে লোক দাঁড়িয়ে-যুদ্ধক্ষেত্রে এক মুক্তিযোদ্ধার পাশে আরেক জন, যশোর রোডের দীর্ঘ সারিতে এক শরনার্থীর পাশে আরেকজন, গ্রামে-গ্রামে এক গ্রামবাসীর পাশে শহর থেকে পালিয়ে আসা এক শহরবাসী। সেখানে ধর্ম বড় নয়, ধন-সম্পদ বড় নয়, সেখানে মানুষ বড়। আবেগে আমার চোখ ভরে জল এলো, ইতিহাস কথা ক’য়ে উঠল আমার মনে, আর লোপামুদ্রা তখন গেয়ে চলেছেন, ‘আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক’।

আসলেই দেশ মানে তো শুধু একটা ভূখন্ড নয়, শুধু একটি রাষ্ট্র নয়, শুধু একটি নাম নয়, শুধু একটি পতাকা নয়, শুধু একটিসংবিধান নয়, শুধু একটি জাতীয় সঙ্গীত নয়। ওগুলো একটি দেশের স্বাধীনতার প্রতীকি নিদর্শন, ওগুলো দেশ নয়। চূড়ান্তবিচারে একটি দেশ হচ্ছে তার মানুষ - তার জনগণ। মানুষ দিয়েই তো আমরা দেশ চিনি। একটি দেশের মানুষের দৃষ্টিভঙ্গী, মানসিকতা, কর্ম দ্বারাই একটি দেশ চিহ্নিত হয়। আমরা জানি যে ক্যামবোডিয়া খুব গর্বিত একটি দেশ, কারণ দরিদ্র হলেও সে দেশটির মানুষের আত্মসম্মানবোধ বড় প্রখর। যদিও ইতালির সবাই নিশ্চয়ই ঠগবাজ নয়, কিন্তু তারঅনেক মানুষের ফন্দি-ফিকিরের কারনেই আমরা বলি যে, ‘ইতাালি চোর-চোট্টার দেশ’। ইংরেজদের ব্যবহারের পরিপ্রেক্ষিতেই আমাদের প্রায়শ:ই মন্তব্য, ‘ইংল্যান্ড হচ্ছে শীতল মানসিকতার দেশ’। মানুষই তো দেশ চেনায়।

এই যেমন, বাংলাদেশেকে শুধু নদী-নালার দেশ বলি, তা’হলে তার স্বাতন্ত্র্য তেমন করে বেরিয়ে আসে না। অমন ডজন খানেক নদী-নালার দেশের নাম এক নিঃশ্বাসে বলে দেয়া যাবে। বাংলাদেশকে যদি শুধু দরিদ্র দেশ বলি, তা’হলে তার অর্জনকে খাটো করে দেখা হবে এবং তার সম্ভাবনাকেও উপেক্ষা করা হবে। বাংলাদেশকে চিহ্নিত হয় তার মানুষের উদ্যমের দ্বারা, তার সাহসের দ্বারা, তার সংনম্যতার দ্বারা। বাইরেরে বিশ্বের কাছে বাংলাদেশকে চেনায় যে বাঙ্গালীরা বাইরে আছে তাঁরা। ভবিষ্যত বাংলাদেশকে চিহ্নিত হতে হবে তার নতুন প্রজন্মের সৃজনশীলতার দ্বারা, স্বপ্নের দ্বারা, বিশ্ব-বীক্ষণের দ্বারা। মানুষ শুধু দেশই চেনায় না, মানুষ মানুষের সঙ্গে থেকে বিন্দু থেকে যে সিন্ধু গড়ে তেলে সেটাই দেশের সবচেয়ে বড় সম্পদ। ধন-সম্পদ নয়, পাহাড়-নদী নয়, ইমারত-অট্টালিকা নয়, চূড়ান্ত বিচারে, মানুষের সঙ্গে মানুষের সৌহার্দ্য, মানুষে-মানুষে সখ্যতা, মানুষের সঙ্গে মানুষের বন্ধনই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ধর্মের কথা বলে, জাতের কথা বলে আমরা যখন মানুষে মানুষে বিভাজনের দেয়ালটা তৈরি করি, তখন ঐ মানবিক বন্ধনটা নষ্ট হয়ে যায়। ওটা নষ্ট হয়ে গেলে দেশ গড়া যায় না। বিভাজিত জনগোষ্ঠী সমাজকে, জাতিকে, দেশকে দূর্বল করে দেয়। আমরা প্রায়শ:ই বলি, দেশ নষ্ট হয়ে যাচ্ছে। দেশ নষ্ট হয় না, নষ্ট হয়ে যায়দেশের মানুষ। যখন দেশের মানুষ নষ্ট হয়ে যায়, তখনই নষ্ট হয়ে যায় দেশ, সমাজ, জাতি।

যেহেতু, সমষ্টিগত মানুষই হচ্ছে দেশের প্রাণ, তাই মানুষই হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু। উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, শুধুমাথাপিছু আয়ের বাড়তি নয়, শুধু শিল্পায়ন নয়। উন্নয়ন মানে হচ্ছে সব মানুষের সক্ষমতা বাড়ানো, তাদের সুযোগোর সৃষ্টি, সমতার নিশ্চিতকরণ তাদের সক্ষমতা ও সু্যোগের ক্ষেত্রে, তাদের চয়নের ক্ষেত্রটির বিস্তার। চূড়ান্ত বিচারে, উন্নয়ন হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষের জন্যে উন্নয়ন, মানুষের দ্বারা উন্নয়ন।

সেই মানব উন্নয়নেরই তো আকাঙ্খা আমাদের, আশা করি উত্তরণের, স্বপ্ন দেখি পরিবর্তনের। বলি মৌসুমী ভৌমিকের মতো, ‘স্বপ্নদেখবো বলে, দু’চোখ পেতেছি’। এই স্বপ্নের ঘোরে কেমন যেন আনমনা হয়ে গিয়েছিলাম। হঠাৎ সম্বিৎ ফিরে পেলাম। শুনি এবংটের পাই ততক্ষণে লোপামুদ্রা গানের শেষ কলি দু’টো তে চলে গিয়েছেন, গাইছেন দরাজ গলায়, ‘সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যিই হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক’। এমবি//


** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি