ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০০০ জনকে অনলাইনে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে ইশিখন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ৩০ মে ২০১৮ | আপডেট: ১০:১৮, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে দীর্ঘদিন ধরেই কাজ করছে ইশিখন ডটকম। এবারেও সারাদেশ থেকে ফ্রিতে ১০০০ জনকে অনলাইনে ফ্রিল্যান্সিং দেবে প্রতিষ্ঠানটি। লাইভ ক্লাসের মাধ্যমে দেওয়া হবে এই প্রশিক্ষণ।

ঘরে বসে অনলাইনের মাধ্যমে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ১৬টি কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকছে এই প্রশিক্ষণে। এসব কোর্স সন্ধ্যার পরে হবে বলে  নারী ও চাকরিজীবিরাও এতে অংশ নিতে পারবেন খুব সহজেই। কোর্স শেষে ফ্রিল্যান্সিং করার সুযোগও তৈরি হবে বলে জানায় ইশিখন।

ইশিখনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের যেকোন জায়গা থেকে ইন্টারনেটযুক্ত কম্পিউটার কিংবা স্মার্টফোনের  মাধ্যমে কোর্সগুলোতে অংশ নেওয়া যাবে।  কোর্সগুলোর লাইভ ক্লাসের ডিভিডিও সংগ্রহ করা যাবে।  কোর্সগুলোর মেয়াদ ৩ থেকে ৫ মাসব্যাপী। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টসহ মোট ১৬টি কোর্স রয়েছে এতে। তবে একজন একাধিক কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।  কোর্স এর জন্য কোন ফি নেই।  নিবন্ধন ফি ১০৮০ টাকা।

ইশিখন.কম এর প্রধান নিবার্হী ইব্রাহিম আকবর জানান, “দীর্ঘদিন ধরেই ইশিখন অনলাইনে বিনা কোর্স ফিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়।  বিনা মূল্যের কোর্স হওয়ায় অনেকে আগ্রহ দেখাতে চান না বলে, নিবন্ধন ফি রাখা হয়। এবার ১০০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।  কোর্সের গুরুত্ব ঠিক রাখতে এবং প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ করে দিতে নিবন্ধন ফি রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইশিখন তাদের কার্যক্রম শুরু করে। চলতি বছর থেকে ইশিখন (https://eshikhon.com/)  দেশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল প্রশিক্ষণের ব্যবস্থা করছে। বর্তমানে কম্পিউটার, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং কোর্সের ওপর অনলাইন প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।  এ ছাড়া ৪০টির ওপর ভিডিও কোর্স ও অনলাইন লাইভ ক্লাস রয়েছে ইশিখনের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি