ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

কৃষকদের কিস্তিতে স্মার্টফোন দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছেঃ তারানা হালিম

প্রকাশিত : ১৯:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬

২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে কৃষকদের স্মার্টফোন দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে বলে জানিয়ে ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন,দেড় থেকে দুই হাজার টাকায় কৃষক, মজুর থেকে শুরু করে সবার হাতে তুলে দেয়া হবে স্মাটফোন । বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স বাংলাদেশের টিআরএনবি ওয়েবসাইট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন,টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসনের সঙ্গে আলোচনা হয়েছে।তারা বাংলাদেশে মোবাইল চিপ উৎপাদন করবে। এর ফলে দেশে কর্মসংস্থান তৈরি হবে পাশাপাশি মোবাইল হ্যান্ডসেটের দাম কমে আসবে। এছাড়া মোবাইল গ্রাহকদের বায়োমেট্রিক্স পদ্বতিতে সিম নিবন্ধনের ক্ষেত্রে মোবাইল অপারেটরদের কোন গাফলতির প্রমান পেলে তাদের বিরুদ্বে জরিমানার বিধান করা হবে। যেহেতু সিম পূনরায় নিবন্ধনের ক্ষেত্রে কোন করারোপ করা হচ্ছে না  সুতরাং মোবাইল অপারেটরদের আতংকের কিছু নেই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি