ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪, || অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নভেম্বর ০৯,২০২১

কক্সবাজার জেলায় শহরের একটি অভিজাত হোটেলে মঙ্গলবার (৯ নভেম্বর) 'দেশের পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা, অর্জন এবং চ্যালেঞ্জ সমূহ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা মঙ্গলবার (৯ নভেম্বর) শুরু হয়েছে। প্রথম দিনে পাঁচ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে তুলনামূলক এবার পরীক্ষার্থীর উপস্থিতি কম।

স্টাফ সিন্ডিকেট মুক্ত ক্যাম্পাস, পরীক্ষায় স্টাফ গার্ড বাতিল, তিন শিক্ষকের বহিস্কার ও ছাত্রী হোস্টেলে নারী সুপার দেওয়ার দাবীসহ ৮ দফা দাবীতে মঙ্গলবার (৯ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করে নোয়াখালী মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাট্স) শিক্ষার্থীরা।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে এলিসি প্যালেসে মঙ্গলবার (৯ নভেম্বর) পৌঁছালে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যক্রো তাঁকে স্বাগত জানান। ছবি: পিআইডি

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি