নভেম্বর ২৭,২০২১
তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে রোববার (২৭ নভেম্বর) ভোটগ্রহণ হবে। শনিবার ভোট কেন্দ্র গুলোতে নির্বাচনী সরাঞ্জাম নিয়ে যান ভোট গ্রহন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলা থেকে তোলা।
গত ১১ দিনে একের পর এক ধাপ পার হয়ে সফলতার সাথে মাত্র ১০০ টাকায় নোয়াখালীতে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছে ৬৫জন তরুণ-তরুণী। শনিবার দুপুর ১২টায় পুলিশ লাইনে নতুন চাকরি প্রাপ্তদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
গত ১৫ নভেম্বর চন্দ্রমহল ইকোপার্কে খুলনার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ ও র্যাবের একটি দল যৌথ অভিযান চালিয়ে পাঁচটি ঘুঘু, একটি কুমির, দুইটি কচ্ছপ ও ছয়টি উটপাখিসহ ১৬ প্রজাতির ৪৩ টি বণ্যপ্রাণী জব্দ করে। পরে বণ্যপ্রাণী সুন্দরবনের করমজল বণ্যপ্রজনন কেন্দ্রে শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় অবমুক্ত করা হয়েছে।
শহিদ ডা. শামসুল আলম খান মিলন এর ৩১তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহিদ ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।