ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪, || অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফেব্রুয়ারি ১০,২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের সফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ৪২তম জাতীয় সমাবেশে অংশ নেন। 

অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলছে প্রস্তুতি।  ছবিটি বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা।

পাশেই ওভারব্রিজ তারপরেও সড়কের মাঝখানে ডিভাইডার ভেঙ্গে তৈরি করা হয়েছে পারাপারের পথ। আর সেখান দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ জনগণ। 

ইভ্যালির সাতটি গাড়ি বৃহস্পতিবার ধানমণ্ডির কার্যালয়ে নিলামে বিক্রি করে প্রায় তিন কোটি টাকা আয় হয়েছে। নিলামের তালিকায় ছিল একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রায়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস।

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি