ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪, || অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফেব্রুয়ারি ১২,২০২২

কালের বিবর্তনে ও সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। নিত্যনতুন পণ্য ও আধুনিকতার ছোঁয়া লাগায় অস্তিত্ব সংকটে পড়েছে এ শিল্প। পূর্বপুরুষদের পেশাকে বাঁচিয়ে রাখতে বাধা-বিপত্তি সত্বেও এখনো মাটি দিয়ে নিত্য ব্যবহারের বাহারি জিনিসপত্র তৈরি করছেন কেউ কেউ। ছবিটি যশোর সদর উপজেলার রামনগর পালপাড়া গ্রাম থেকে তোলা।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধীন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ও অন্যান্য মুক্তিযোদ্ধার সন্তানসহ ৭৭৭ জন কর্মরত শিক্ষকের চাকরি রাজস্বখাতে স্থানান্তর দ্রুত সম্পন্ন করা ও ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আমরণ অনশনে শিক্ষকরা।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধীন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ও অন্যান্য মুক্তিযোদ্ধার সন্তানসহ ৭৭৭ জন কর্মরত শিক্ষকের চাকরি রাজস্বখাতে স্থানান্তর দ্রুত সম্পন্ন করা ও ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আমরণ অনশনে শিক্ষকরা।

বসন্তের শুরুর দিনকে লক্ষ্যে রেখে ফুলের বাজার বেশ জমজমাট। বাসন্তী শাড়িতে খোঁপায় ফুল দিয়ে সাজবেন নারীরা; পুরুষরা উপহার হিসেবে নিয়ে আসবেন ফুল। বসন্ত উদযাপনে ফের সবার হাতে হাতে দেখা যাবে ফুল। করোনা মহামারির কারণে মন্দাবস্থা কাটিয়ে ফুল বিক্রি নিয়ে আশায় বুক বেঁধেছেন শাহবাগের দোকানিরা।

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি