ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪, || অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফেব্রুয়ারি ২০,২০২২

রোববার অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের টহল।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। বেদিজুড়ে করা হয়েছে আল্পনা। 

গভীর বঙ্গোপসাগরে ধরা পড়েছে ৩শ’ কেজি ওজনের একটি কৈ কোরাল। অত্যন্ত সুস্বাদু হওয়ায় এই মাছের সুখ্যাতি প্রচুর। এক মাছ ব্যবসায়ী চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ী বাজারে মাছটি কেটে কেজি প্রতি ১২শ’ টাকা দামে বিক্রি করার পরিকল্পনা করেছে।  

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের স্থাপিত নিজস্ব কন্ট্রোলরুম থেকে ৫০টি সিসিটিভির মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।  

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি