ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫, || বৈশাখ ৩০ ১৪৩২

ফেব্রুয়ারি ২১,২০২২

একুশের চেতনাকে ধারণ করতে মুখে, হাতে দেখা গেছে অমর ২১, বাংলা বর্ণ ও শহীদ মিনারের ছাপ। শিশু-কিশোর, তরুণ-তরুণীরা মুখে আলপনা এঁকে ঘুরে বেড়াচ্ছেন। ছবিটি খুলনা থেকে তোলা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁদের সামরিক সচিবগণ যথাক্রমে মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ও মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী একুশের প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। ছবি: পিআইডি

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি