ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪, || অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মার্চ ২০,২০২২

বিদ্যুতের ঘাটতি কমাতে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চালু হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত দেশের বৃহৎ ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। সোমবার ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে কয়লা ভিক্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন।  

রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হয়। এ সংলাপে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধি দলের আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।  

নারায়ণগঞ্জের সোনাকান্দা এলাকায় শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় রোববার দুপুরে ডুবে যাওয়া লঞ্চের পাঁচ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনের আহাজারি।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রোববার পণ্যবাহী কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়।

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি