ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

শিক্ষার যে মান অর্জনের কথা ছিল সে লক্ষ্যে পৌছায়নি মন্তব্য শিক্ষা মন্ত্রীর

প্রকাশিত : ১৯:২২, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:২২, ১১ ফেব্রুয়ারি ২০১৬

Nahidদেশে শিক্ষার মান না কমলেও, যে মান অর্জন করার কথা ছিল সে লক্ষ্যে এখনো পৌছানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। সরকারী নীতিমালা মেনে না চললে আগামী বছর শিক্ষার্থী ভর্তি বন্ধ করে সংশ্লিষ্ট বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শিক্ষা মন্ত্রী। বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোর পিএইচডি ডিগ্রী দেয়ার কোন নিয়ম নেই উল্লেখ করে শিক্ষা মন্ত্রী বলেন, শুধু দেশেই নয় বিদেশেও এই ডিগী নকল হচ্ছে। এসময় নারী শিক্ষার গুনগত মান বজায় রাখা বর্তমানে শিক্ষা মন্ত্রনালয়ের বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি