ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সাবেক ছাত্রনেতাদের নিয়ে কমিটি গঠনের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৩ অক্টোবর ২০২১

সাবেক ছাত্রনেতাদের নিয়ে কমিটি গঠনের আহ্বান জানালেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। শনিবার (২ অক্টোবর) সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। 

নির্মল রঞ্জন গুহ বলেন, শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের পথচলা। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী ও বেগবান করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, সেবার ব্রত নিয়ে পথচলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের। সারাদেশে সংগঠনের নেতাকর্মীরা তাদের মানবিক কর্মকান্ডের মাধ্যমে সংগঠনকে একটি মানবিক সেবাধর্মী সংগঠনে পরিণত করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার চলার পথকে মসৃণ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, উপদেষ্টা মন্ডলীর সদস্য আশীষ কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডঃ শাহিন উল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ-গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম সোহাগ, উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সায়েম মোল্লা। 

এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু জাফর, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ মোশারফ হোসেন ভূইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি