ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান প্রাপ্তি খুবই সামান্য: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ৯ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দৃশ্যমান প্রাপ্তি খুবই সামান্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার সকালে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “পুলিশ ও সন্ত্রাসীদের দিয়ে বিএনপিকর্মীদের ওপর হামলা-মামলা দিয়ে আন্দোলন দমাতে চাইছে সরকার। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির লড়াই চলছে এবং সামনে আরো বেগবান হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সন্ত্রাস করে না। সন্ত্রাসে বিশ্বাসও করে না। এখন পর্যন্ত মিডিয়াতে কোথাও বিএনপির সন্ত্রাসের চিত্র আসেনি। সন্ত্রাসের যেসব চিত্র এসেছে তা আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা চড়াও হয়েছে গণতন্ত্রকামী, শান্তিপ্রিয় মানুষের ওপর। আমরা তার তীব্র নিন্দা জানাই। জনগণের শক্তি নিয়ে এদের পরাজিত করব।”
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি