ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

ছাত্রলীগের প্লাটিনাম জয়ন্তীতে বঙ্গবন্ধু পরিষদের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৪ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় বঙ্গবন্ধু পরিষদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটিকে প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই সংগঠনটি বাঙ্গালি জাতির স্বাধিকার ও স্বাধীনতা অর্জনের সংগ্রামে বিভিন্ন পর্যায়ে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করে। 

এ প্রসঙ্গে আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় লাভ, ১৯৫৮ সালে আইউব খানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬-দফাকে আন্দোলনের মাধ্যমে জাতির মুক্তির সনদে রূপান্তরিত করা, ১৯৬৯ সালের প্রবল গণ-অভ্যুথ্থান ও ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করা, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ৬-দফার পক্ষে জনগণের অভূতপূর্ব বিজয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জনগণকে সাথে নিয়ে অংশগ্রহণ, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময়ে সামরিক শাসকদের বিরুদ্ধে ছাত্র-গণআন্দোলন এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নিরন্তর অবস্থান গ্রহণসহ জাতির ইতিহাসের প্রতিটি বাঁকে ছাত্রলীগ যে অবদান রেখেছে তা অবিস্মরণীয়।

আমরা বিশ্বাস করি, এই ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ আগামীদিনেও জাতিকে প্রগতির পথে পরিচালনায় অন্যতম নেতৃত্ব দেবে। 

প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তীর শুভক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তার বাস্তবায়নে ছাত্রলীগ যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, তাকে আমরা স্বাগত জানাই এবং এর সাফল্য কামনা করি।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি