ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রংপুরে শিক্ষার্থী তাহির হত্যায় শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

লিয়াকত আলী বাদল, রংপুর

প্রকাশিত : ১৮:৫৬, ১৮ আগস্ট ২০২৪ | আপডেট: ১৯:০৬, ১৮ আগস্ট ২০২৪

কোটাবিরোধী আন্দোলন চলাকালে রংপুর নগরীর রাজা রামমোহন মার্কেটের সামনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত ঢাকা গ্লাস এন্ড সিরামিক ইন্সটিটিউটের ৮ম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লা আল তাহির হত্যার ঘটনায় গতকাল রোববার রংপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট রাজু আহাম্মেদের আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও ৫ মন্ত্রীসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত শিক্ষার্থী তাহিরের বাবা আব্দুর রহমান। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানাকে নির্দেশ দিয়েছে আদালত। 

মামলায় ৪০ জনকে আসামী করা হয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুলহক,সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ,  রংপুর রেজ্ঞের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, এডিসি ডিবি নুরল ইসলাম পাটোয়ারী, রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি মোন্তাসির বিল্লাহ, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা, দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম, রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক একেএম ছাদায়েত হোসেন বকুল, যুগ্ন আহবায়ক মাজেদ আলী বাবুল, রংপুর আইনজিবী সমিতির সভাপতি আব্দুল মালেক সাধারন সম্পাদক আব্দুল হক প্রমানিক, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাফিয়ার রহমান, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, নংরক্ষিত নারী আসহনের এমপি নাসিমা জামান ববি, রংপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, ২৮ রম্বর ওয়ার্ড কাউন্সিলর ইজ্ঞিনিয়ার শাহাদত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কানা হারুন, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, সভাপতি জেলা যুবলীগ লক্ষ্মীন চন্দ্র দাস, সাধারন সম্পাদক জেলা যুবলীগ মেহেদী হাসান সিদ্দিীকী রনি, যুবলীগ নেতা ডিজেল আহাম্মেদ, নাসিম আহাম্মেদ ছুনু ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক, মানিক সেচ্ছাসেবক লীগ, শাহাজানুর ইসলাম সৌরভ সভাপতি মহানগর ছাত্ররীগ, রিপন বাবু সাধারন সম্পাদক মহানগর ছাত্রলীগ, সাব্বির আহাম্মেদ সভাপতি জেলা ছাত্র লীগ, তানিম হাসান চপল সাধারন সম্পাদক জেলা ছাত্রলীগ, শেখ আসিফ সাবেক সাধারন সম্পাদক মহানগর ছাত্রলীগ, মোঃ মামুন সদস্য সেচ্ছাসেবক লীগসহ অজ্ঞাত নামা ২০/৩০জন। 

বাদী তার মামলার আরজিতে জানান ঢাকা গ্লাস এন্ড সিরামিক ইন্সটিটিউটের ৮ম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লা আল তাহির কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেন। গত ১৯ জুলাই মিছিল নিয়ে সিটি বাজার সংলগ্ন রাম মোহন মার্কেটের আওয়ামী লীগ ও অ্গং সংগঠনের নেতা কর্মীরা পুলিশের সহায়তায় আন্দোলনকারী দের বেপরোয়া গুলিবর্ষণ করে। পুলিশের ব্যাহৃত গুলি নিহত তাহিরের পেটের মাঝ বরাবর ঢুকে ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনা স্থলেই সে নিহত হয়। রংপুর রেজ্ঞের ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার মনিরুজ্জামান ঘটনা স্থলে উপস্থিত থেকে পুলিশের এপিসি থেকে গুলি বর্ষন করে। শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করার নির্দ্দেশ দেন। তার সহযোগী অন্যান্য মন্ত্রীরাও হত্যা করার ব্যাপারে উস্কানী ও নির্দ্দেশ দিয়েছে বলে বাদী তার মামলার আরজিতে অভিযোগ করে। 

শুনানী শেষে বিজ্ঞ বিচারক মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য থানাকে নির্দ্দেশ দেন। 
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজিবী আব্দুল কাইয়ুম এ্যাডভোকেট বলেন সাবেক প্রধানমন্ত্রীর নিদ্দের্শে আসামীরা শিক্ষার্থী তাহিরকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রীসহ ৪০জনকে আসামী করে মামলা দায়ের করেছে নিহত তাহিরের বাবা। 

অপর আইনজিবী হারুনর রশীদ এ্যাডভোকেট বলেন কোটা বিরোধী আন্দোলন দমনের নামে গনহত্যা চালানো হয়েছে। এসব হত্যাকান্ডের বিচার বিশেষ আদালতে করার দাবি জানান তিনি। 

এ ব্যাপারে নিহত তাহিরের বাবা আব্দুর রহমান অভিযোগ করেন তার ছেলে ঢাকায় গ্লাস এন্ড সিরামিক ইন্সটিটিউটের ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলো। সে কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নিয়েছে। তাকে হত্যা করার উদ্দেশ্যেই গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িত দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসি দাবি করেন। 
কেআই//
 

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি