ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরেকটি মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ২০ আগস্ট ২০২৪

বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক রিকশাচালক নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নামে হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত কমর উদ্দিনের স্ত্রী তহমিনা বেগম মঙ্গলবার (২০ আগস্ট) বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার ‘নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষক সেলিম হোসেনের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছিল। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বগুড়া সদর থানায় মামলা করেছিলেন। 

কমর উদ্দিনের বাড়ি বগুড়া শহরের আকাশতারা এলাকায়। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে চারজন সাবেক সংসদ সদস্য, কয়েকজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন।

আসামিদের মধ্যে রয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, সাবেক এসপি হাবিবর রহমান, সাবেক সংসদ সদস্য সাইফুল্লাহ আল মেহেদী, এবং অন্যান্য স্থানীয় নেতারা।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি